মঙ্গলবার রাতে ময়মনসিংহ-জারিয়া নেত্রকোনা রেলপথের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, গৌরীপুর উপজেলার পশ্চিম মইলাকান্দা এলাকার রেলওয়ে খুঁটি ৩৩৮/৭-৮ এর মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে- চলন্ত ট্রেন থেকে নবজাতককে ছুড়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।