রাজশাহীর পুঠিয়ায় মুদাচ্ছিম হোসেন (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর মরদেহটি তার মায়ের ওড়নায় গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিল।
নিহত শিশু মুদাচ্ছিম হোসেন কাঠালবাড়িয়া গ্রামের মুনির হোসেনের ছেলে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুঠিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেবের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিনের মতো আজও বিকেলে ওই শিশু তার ঘরে পড়তে বসেছিল। বাবা-মা ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। এক পর্যায়ে শিশুর বাবা ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।’
কাউন্সিলর আরও জানান, প্রাথমিক নমুনা দেখে বোঝা যাচ্ছে ওই শিশু তার মায়ের একটি ওড়না ঘরের আড়ায় পেঁচিয়ে ঝুল খেলার (দোলনা) চেষ্টা করছিল। এক পর্যায়ে ওড়না তার অজান্তে গলায় ফাঁস লেগে যাওয়ায় সে মারা যেতে পারে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশু ঘরের মধ্যে খেলতে গিয়ে নিজেই এই দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।’