রাজধানীর কলাবাগান নর্থ সার্কোলার রোডের একটি বাসা থেকে ক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নর্থ সার্কোলার রোডের ৫৮ নম্বর বাসা থেকে জান্নাত (১৭) নামে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, জান্নাত নোয়াখালী হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের কাশেমের মেয়ে। অবিবাহিত জান্নাত ৫ বছর ধরে নর্থ সার্কোলার রোডের ৫৮ নম্বর বাসাটির ৭/বি নম্বর ফ্ল্যাট বাসায় কাজ করতেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাথরুমের দরজা ভেঙে ভেতরে কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মৃতদেহটি উদ্ধার করা হয়। এরপর রাতেই মৃতদেহটি মর্গে পাঠানো হয়।