বাংলাকে পাকিস্তান হতে দেব না। মঙ্গলবার সকালে ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডে চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন সাংসদ অর্জুন সিং। তার কথায়, বাংলা স্বাধীনভাবে থাকবে। বিজেপি ক্ষমতায় আসলে বাংলায় পুরানো সংস্কৃতি ফিরে আসবে। শ্যামপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত হবে। পুরানো স্মৃতি স্মরণে এনে সাংসদ বলেন, তৃনমূল করার সময় উপলব্ধি করেছিলাম মানুষের কন্ঠরোধ করার চেষ্টা করছে। তখন তখন মত পরিবর্তন করে দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলাম। কাঁকিনাড়ার মানিকপীর বাজারে বট গাছ কেটে ফেলার বিরুদ্ধে এদিন ফের সরব হলেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি ফের দাবি করলেন, বাংলায় পরিবর্তনের পরিবর্তন আসছে। বাংলার মানুষ আরেকটা পরিবর্তন চাইছেন। এদিনের চায়ে পে চর্চা কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়া মন্ডল-২ ও ৩ সভাপতি যথাক্রমে বিশ্বজিৎ মিশ্র ও মহেশ সাউ, ভাটপাড়া মন্ডল-২ সম্পাদক সর্বন সাউ, যুব নেতা অরুন সাউ, মুন্না সিং, দীপঙ্কর ভট্টাচার্য, রাজ বিশ্বাস, গৌতম সরকার, অরবিন্দ সিং, প্রদ্যুত ঘোষ, সুবাই দাস, বর্ষীয়ান বিজেপি নেতা স্বপন বিশ্বাস, কিষান মোর্চার অরুন মৈত্র, বিশ্বজিৎ অধিকারী ও শম্ভু অধিকারী, মহিলা মোর্চার সৌমি দে ও চৈতালি ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সূত্রঃ সমকালীন খবর ডট কম