fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসাভারআশুলিয়াসাভারের আশুলিয়ার বাসচাপায় এক বৃদ্ধ নিহত

সাভারের আশুলিয়ার বাসচাপায় এক বৃদ্ধ নিহত

সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাসচাপায় চাঁন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁন মিয়া বাড়ইপাড়া এলাকায় থাকতেন বলে জানা গেছে।

সালনা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মীর গোলাম ফারুক জানান, সন্ধ্যায় বাড়ইপাড়া এলাকায় ওই মহাসড়কের পাশ দিয়ে চলার সময় পেছন থেকে আসা চন্দ্রাগামী অজ্ঞাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments