fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধদিনাজপুরের হাকিমপুরে ফেনসিডিলসহ ২ নারী আটক

দিনাজপুরের হাকিমপুরে ফেনসিডিলসহ ২ নারী আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বাড়ির আঙিনার গর্ত থেকে ফেনসিডিল উদ্ধারসহ ছালমা খাতুন ও রিনা বেগম নামের দুই নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে হাকিমপুর উপজেলার ধরন্দা বেইলি ব্রিজের পার্শ্বে জবির মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা এলাকার গোলাম রাব্বীর স্ত্রী ছালমা খাতুন ওরফে আশা (২১) ও সাইফুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাকিমপুরের ধরন্দা এলাকার জবির মন্ডলের বাড়িতে অভিযান চালায়।

এসময় বাড়ির আঙ্গিনায় গর্ত করে অভিনব কায়দায় রাখা ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই নারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments