রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি আবাসিক ভবনের নিচতলায় ব্যাটারির গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ারসার্ভিস জানায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত তিনটার দিকে তারা আগুনের খবর জানতে পায়। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট যেয়ে চার মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বংশাল পুরাতন চৌরাস্তার ৪৩/১ ফ্রেঞ্চ রোডে ছয়তলা ভবনের নিচতলায় ছিল ইজিবাইকে ব্যবহৃত ব্যাটারির গোডাউন। পাশে বিদ্যুতের ট্রান্সফর্মার ব্লাস্ট হওয়ার পর ওই ভবনে ধোয়া দেখতে পেলে ৯৯৯ এ ফোন দেয় স্থানীয়রা। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস।
বংশাল থানা পুলিশ জানিয়েছে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হয়নি।