সানি লিওনির নতুন একটা ভিডিও ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, পরিচালক বিক্রমভাট সেটে সানি লিওনিকে এক চড় বসিয়েছেন। আর উল্টে গিয়ে পড়েছেন সানি। উঠে এসে আবারও মারামারি করছেন তিনি।
এ দৃশ্য ধারণ করা হয়েছে একটি ওয়েব সিরিজের সেট থেকে। বিক্রম ভাটের এ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন তিনি।
আমেরিকা আর কানাডা, এ দুই দেশের নাগরিকত্ব রয়েছে সানির। বলিউডে থিতু হয়েছেন ‘পর্নোস্টার’ থেকে অভিনয়শিল্পী হতে। ‘জিসম টু’ দিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করেছিলেন। এরপর অভিনয় করেছেন ‘রাগিনি এম এম এস টু’ ও ‘হেট স্টোরি টু’ সিনেমায়।
অসংখ্য সিনেমায় ‘আইটেম গানে’ নাচতে দেখা গেছে তাঁকে। এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ওয়েব সিরিজের সেটে।