fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরামেক হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশে থেকে নবজাতক চুরি

রামেক হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশে থেকে নবজাতক চুরি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে তিন দিন বয়সী ওই নবজাতক চুরির ঘটনা ঘটে।

ওই নবজাতকের মায়ের নাম কমলি রবিদাস। রাজশাহী নগরের আইডি বাগানপাড়া এলাকার গোপাল দাসের স্ত্রী তিনি। গোপাল দাস পেশায় মুচি। অস্ত্রোপচারের মাধ্যমে তিন দিন আগে কন্যাশিশুটির জন্ম দেন কমলি। এটাই তার প্রথম সন্তান।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, তিন দিন আগে কমলি রবিদাস এক মেয়েশিশুর জন্ম দেন। এরপর থেকে হাসপাতালে সহায়তার নামে তাঁর সঙ্গে এক তরুণী ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ওই তরুণীর সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানেন না। সকালে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার মা। এ সময় বাচ্চাটি চুরি হয়। অজ্ঞাতনামা ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুটির মা–বাবা এখনো হাসপাতালেই আছেন। তাঁরা থানায় এলে এ ঘটনায় মামলা হবে।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, শুক্রবার ছুটির দিনে তিনি হাসপাতালে আসেননি। তবে ঘটনা সম্পর্কে তিনি অবগত। হাসপাতালে গিয়ে তিনি সিসিটিভি ফুটেজ দেখবেন বলেও জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments