সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজ্জাদুর রহমান সুজন (৪৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার ইকড়ছই আলখানাপাড় তাকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের দাবি, ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
মারা যাওয়া সাজ্জাদুর রহমান সুজন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত সইরত উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে সাজ্জাদুর রহমান সুজন জগন্নাথপুর পৌর এলাকায় তার ভগ্নিপতি মাঈন উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সন্ধ্যায় মাঈন উদ্দিনসহ তার পরিবারের লোকজন এক স্বজনের মরদেহ দাফনের জন্য ওই বাড়িতে যান। এ সময় বাড়িতে একা থাকার সুযোগে সুজন একটি কক্ষের দরজা জানালা বন্ধ করে ঘরের ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় সুজনের মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে যায়।
মাঈন উদ্দিন জানান, এক আত্মীয়ের মৃত্যুতে তাকে শেষ বিদায় জানাতে সন্ধ্যাবেলায় ওই বাড়িতে যান। জানাজা শেষে রাত ৮টার দিকে বাড়িতে ফিরে অনেক ডাকাডাকি করেও সুজনের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। এক পর্যায়ে ঘরের ওপরে কিছু অংশ ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজনকে ঝুলতে দেখেন। তিনি বলেন, সুজন অনেকদিন ধরে ঋণগ্রস্ত ছিল। এ কারণে সে হতাশায় ভূগছিল।
স্থানীয় ওয়ার্ডে কাউন্সিলর সুহেল আহমদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন।
জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) অনিক দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।