fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজধানীজোর করে নয়, চাইলে ভ্যাকসিন দেয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

জোর করে নয়, চাইলে ভ্যাকসিন দেয়া হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

জোর করে কাউকে ভ্যাকসিন দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যে চাইবে তাকেই ভ্যাকসিন দেয়া হবে। ফ্রন্টলাইন ওয়ার্কারদের সবচেয়ে আগে অগ্রাধিকার দেয়া হবে। আজ রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত থেকে কেনা ৫০ লাখ করোনাভাইরাসের টিকা আগামীকাল সোমবারই দেশে আসছে। ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোন পরীক্ষায় অ্যান্টিবডি টেস্ট করার অনুমোদন দিয়েছে সরকার। অ্যান্টিবডি টেস্টের কিট বেসরকারিভাবে আমদানি করা যাবে। বাংলাদেশ নিয়ে আসা ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিন তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

ফাইজারের ভ্যাকসিনের বিষয়ে এখনো কোনো অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটা পর্যায়ে গেলে বেসরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments