যশোরের শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে শার্শার রামপুর গ্রামে শিশু ধর্ষণের চেষ্টার এই ঘটনা ঘটে।
আটককৃত ব্যাক্তি শার্শার রামপুর গ্রামের শাহাজান আলীর ছেলে সাগর হোসেন (১৫)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, শিশুটির পরিবার সাগর হোসেন নামে এক ট্রাকের হেলপারের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করলে তাকে আটক করা হয়। সোমবার (২৫ জানুয়ারি) সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।