বেনাপোলে মাদ্রাসার শিক্ষক কতৃক ওই মাদ্রাসার এক শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত ওই মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে বেনাপোলের ভবারবেড় গ্রামের ভবেড়বেড় দারুস সালাম কওমি মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে।
ভবারবেড় গ্রামের ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, তার মেয়ে সকাল ১০টার সময় ভবেড়বেড় দারুস সালাম কওমি মাদ্রাসায় পড়তে যায়। দুপুরে শিশুটি মাদ্রাসা থেকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে। তখন তাকে জিজ্ঞেস করলে সে ঘটনাটি জানায়। তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করেন।
পরে পুলিশ মাদরাসার চার শিক্ষককে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে এই চার জনের ছবি শিশুটিকে দেখালে এদের মধ্যে সালমান ফার্সি নামে একজনকে সে অভিযুক্ত বলে শনাক্ত করে। এসময় পুলিশ সালমানকে আটক করে বাকি তিনজনকে ছেড়ে দেয়।
বেনাপোল পোর্ট থানার (ওসি তদন্ত) রাসেল সারোয়ার জানান, সন্ধ্যায় শিশুটিকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।