fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীর মোহাম্মদপুরে জেএমবি’র তিন সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুরে জেএমবি’র তিন সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে র‍্যাব-৮ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, র‍্যাব-৮ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ওই তিন সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের টংগীবাড়ি থানাধীন হাসাইল বাজারের হাসাইল বানারী এলাকার বাসিন্দা আলী মিয়ার ছেলে শাহীন আলম (২৮), একই এলাকার আব্দুর রউফ গাজীর ছেলে মনির হোসেন (৩৮) এবং ঢাকার মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার সৈয়দ আছিফ ইকবালের ছেলে সৈয়দ নাভিদ ইকবাল (২২)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় জেএমবি’র দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত। এছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments