বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে চূড়ান্ত পর্যায়ের তামাশা ও প্রহসনের নির্বাচন হিসেবে অভিহিত করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠ নির্বাচন ও গণতন্ত্র হত্যাকারী।
তিনি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে নির্বাচন সংক্রান্ত অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের বলেছেন, চসিক নির্বাচনের নামে চরম সহিংসতার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি চসিক নির্বাচনের প্রথম তিন ঘণ্টার ঘটনাবলীর সংক্ষিপ্ত চিত্র সিইসিকে দিয়েছেন।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, চসিক নির্বাচনে সকাল থেকে সহিংসতা শুরু হয়। ভোট কেন্দ্রে যাওয়ার বেলায় ভোটারদের বাধা দেওয়া হয়েছে। ভোটগ্রহণ শুরুর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ধানের শীষ প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এসব বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলে তারা বলেছে, তাদের কিছুই করার নেই।
মূলত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কার্যালয়ের যৌথ প্রযোজনায় আরেকটি জালিয়াতির নির্বাচন হয়েছে। নির্বাচনী সহিংসতায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। সবমিলে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের মতো কাজ করছেন। আসলে ভোট ডাকাতির বেলায় প্রশাসন যন্ত্র ও রাষ্ট্রযন্ত্র মিলে একাকার হয়ে গেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি মানুষের কাছে অচেনা হয়ে যাবে। এই সরকার ভোটারদের ভোটাধিকার মনে প্রাণে ঘৃণা করে। এরা বিরোধী দল, ভিন্ন মত ও সমালোচনার ভয়ঙ্কর শত্রু। তাদের আমলে শঙ্কা ও ভয় জনগণকে ঘিরে থাকে। এ কারণে জনগণ মূলত বন্দিশালায় বন্দি হয়ে আছে।
রুহুল কবির রিজভী প্রধান নির্বাচন কমিশনারকে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র হত্যাকারী হিসেবে অভিহিত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু, আসাদুল করিম শাহীন প্রমুখ।