fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধখুলনায় কৃষি ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

খুলনায় কৃষি ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

খুলনায় কৃষি ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা কার্যালয়ে বুধবার দুপুরে এ মামলা দায়ের হয়েছে।

কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আসামি তিনজনই পলাতক রয়েছেন।

দুদক সূত্র জানায়, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খুলনা জেলার ফুলতলা উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় গ্রাহকদের ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা প্রতারণার মাধ্যমে জালিয়াতি করা হয়েছে। পরস্পর যোগসাজশে ৬২টি ভুয়া ঋণগ্রহীতার হিসাবের মাধ্যমে সৃজনপূর্বক ঋণ মঞ্জুর করে জালিয়াতি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া এবং সাবেক পরিদর্শক সৈয়দ হাসমত আলীর বিরুদ্ধে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফয়সাল কাদের যুগান্তরকে জানান, দীর্ঘদিন তদন্ত করার পর তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সবাই পলাতক আছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments