২৬ বছরের এক যুবক। পড়াশোনার বালাই নেই। ক্লাস এইটেও ফেল। কিন্তু তীক্ষ্র ব্রেন। সোশ্যাল মিডিয়ায় মেয়েদের অ্যাকাউন্ট হ্যাক করে গোপন ভিডিও হাতিয়ে নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা চাইতেন। এভাবে প্রায় ৪০০ মেয়ের অ্যাকাউন্ট হ্যাক করেছেন বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। এক মহিলা ওই যুবকের বিরুদ্ধে লখনউ পুলিশের কাছে জিডি করলে, তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই যুবক অষ্টম শ্রেণিতে ফেল করার পর আর পড়াশোনা করেননি।
ওই যুবক জানিয়েছেন, ইউটিউব দেখে শিখেছেন কীভাবে হ্যাক করা হয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এরপর একটা ওয়েব লিঙ্ক পাঠাতেন মেয়েদের। যে সেই লিঙ্কটি খুলে ফেলত তাদেরকে মেইল আইডি ও পাসওয়ার্ড নথিভুক্ত করার জন্য বলা হত। সেখানে মেইল আইডি ও পাসওয়ার্ড দিলেই, যুবক ঢুকে পড়তেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
সেখান থেকে তাদের গোপন চ্যাট, ছবি, ভিডিও, কোনও গোপন তথ্য হাতিয়ে ব্ল্যাকমেইল করতেন ওই যুবক। পুলিশ, ওই যুবকের ল্যাপটপ মোবাইল বাজেয়াপ্ত করেছে।
এ বিষয়ে পুলিশ সতর্কবার্তা দিয়েছে, এরকম কোনও লিঙ্ক এলে, তা খুলবেন না। যদি ভুল করে হাত পড়ে যায়, তারপর সেই লিঙ্কে মেইল আইডি ও পাসওয়ার্ড নথিভুক্ত করবেন না। সুত্রঃ জি নিউজ