ডিবি পুলিশ পরিচয়ে গত ১৮ জানুয়ারি মানিকগঞ্জে কাভার্ড ভ্যানসহ আশি লাখ টাকার সিগারেট লুটে নেয় ডাকাতদল। সাত দিনের মাথায় গত বুধবার মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ মালামালসহ গ্রেপ্তার করেছে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে।
গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ডাকাতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশে লিমিটেডের (বিএটিবি) প্রায় ৮০ লাখ টাকা মূল্যের সিগারেট নিয়ে শিবালয় যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের দোতরা নামক স্থানে ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতরা একটি মাইক্রাবাস দিয়ে সিগারেটের কাভার্ড ভ্যানের গতি রোধ করে। ডিবি পরিচয় দিয়ে ডাকাতরা গাড়িরচালক ও হেলপারকে মাইক্রোবাসে তুলে নেয়। কাভার্ড ভ্যানসহ সিগারেট লুট করে। এ ব্যাপারে বিএটিবি’র শিবালয় উপজেলার ডিস্ট্রিবিউটরের সেলসম্যান মাহাবুব উদ্দিন বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেন।
তদন্তের দায়িত্ব পান পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ভাস্কর সাহা এবং ওসি মুহাম্মদ আশরাফুল আলমের প্রত্যক্ষ তত্ত্ববধানে এবং দিক নির্দেশনায় আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নওগাঁ জেলার পারনওগা গ্রামের মৃত রশিদ বেপারির ছেলে মো. হাসান বেপারি (৩৭), দিনাজপুরের বিরামপুর থানার হাবিবপুর জয়ের পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে মো. সালাউদ্দিন (৩৮), পাবনার বেড়া থানার জয়নগর গ্রামের মৃত খন্দকার নুরুল ইসলামের চেলে মো. নুরুজ্জামান হোসেন (৫১), গাইবান্ধার সাগাটা থানার গল্লাচর গ্রামের মৃত পল্টু মিয়ার ছেলে কাউসার হোসেন (২৬), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার উল্লাপাড়া পশ্চিম পাড়া গ্রামের মঙ্গল প্রামানিকের ছেলে মো. সাইফুল ইসলাম(৪৩) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের মৃত জয়নুদ্দিন শিকদারের ছেলে মো. পান্না শিকদার ওরফে পাপ্পু শিকদার (৪২)।