fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবাংলাদেশঅপরাধরাজশাহীতে পিস্তল ও পাইপগানসহ যুবক গ্রেফতার

রাজশাহীতে পিস্তল ও পাইপগানসহ যুবক গ্রেফতার

রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তল ও পাইপগানসহ সুকচান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে পদ্মা আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. সুকচান (২০)। তিনি নগরীর মতিহার থানার ডাসমারী করিডোর মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সুকচানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments