নাটোরে একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(৩১ শে জানুয়ারী) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ এবং হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার ১০টার দিকে এই ব্যক্তি নিজের নাম আনোয়ার হোসেন, পিতা এজাদুল, থানা- ১০নন্দীগ্রাম জেলা-বগুড়া বলে হোটেলের রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করেন। রবিবার সারাদিন শেষে বিকেলে হোটেল বয় চেকিং করতে যায়। এ সময় দরজায় কড়া নাড়লেও ভিতর থেকে কোন সাড়া-শব্দ পাওয়া যায় না। পরে বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানালে, ম্যানেজার পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ সেখান থেকে একটা চিরকুট উদ্ধার করে-তাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। আমার মরদেহ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে হস্তান্তর করার জন্য অনুরোধ জানাই।
পুলিশ জানায়, ঘটনাটি খুঁটিনাটি তদন্ত করে তবেই বলা যাবে যে এটা আত্মহত্যা না হত্যা।