পিরোজপুরের ভাণ্ডরিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বাবাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার মেয়েটির মা বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে নিজের ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি বসত ঘরের পিছনের ঘরে ঘুমাতে যান। পরে রাত ১০ টার দিকে মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালান বাবা। এ সময় মেয়েটি বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পাশের ঘরে ঘুমিয়ে থাকা ফুফুকে জাগিয়ে ঘটনাটি জানালে বাবা টের পেয়ে পালিয়ে যান।
সোমবার মেয়েটির মা বাড়িতে এসে ঘটনাটি শুনে ওই রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।