fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনানারায়নগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় ৩ ব্যাক্তি নিহত

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় ৩ ব্যাক্তি নিহত

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বাসচাপায় তিন ব্যাক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাচঁপুর ব্রিজের ঢালুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনারগাঁ উপজেলার বেহাকৈর এলাকার আবু বকর ছিদ্দিক(২০), রংপুর জেলার ওহিদুল (৩২)ও চাঁদপুর জেলার সজিব সরকার (২৮)।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) জানান, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন ব্যাক্তি। এ সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিন জন। পরে একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। রংপুর জেলার ওহিদুল (৩২) ও চাঁদপুর জেলার সজিব সরকার (২৮) ছিলেন টাইলস মিস্ত্রী আর সোনারগাঁ উপজেলার বেহাকৈর এলাকার আবু বকর ছিদ্দিক (২০) ছিলেন একজন মুদি দোকানদার।

ঘাতক বাসচালকের সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে দুইটি বাস। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments