প্রেমিক একজন প্রেমিকা দুজন। বিয়ের কার্ডও ঠিক সেভাবেই ছাপানো হলো। ভালোবাসার মানুষকে কেউ ছাড়তে চায় না। তাই বলে এক প্রেমিককে বিয়ে করবেন দুই প্রেমিকা। চলছে বিয়ের আয়োজন। কার্ডে পাত্রীর নামের জায়গায় রয়েছে দুজনের নাম।
অবাক হলেও সত্য ঘটনাটি ঘটেছে ভারতের ছত্রিশগড়ে। চান্দু মৌর্য নামে এক ব্যক্তির প্রেমে পড়ে দুজন মেয়ে। বিয়ের সময় দুই মেয়েই পারস্পরিক সম্মতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একই মন্ডপেই হয় তাদের বিয়ে।
চান্দু একজন কৃষক। আগে চান্দু সুন্দরী নামের এক মেয়ের প্রেমে পড়েন। পরে সে তাকে বাড়িতে নিয়ে আসেন। ঠিক এক মাস পর তিনি হাসিনা নামে অন্য আরও একটি মেয়ের প্রেমে পড়েন। তাকেও বাড়িতে নিয়ে আসেন! জানা গেছে রাতে তিনজন একসঙ্গেই কাটাচ্ছেন তারা।
প্রায় এক বছর একসঙ্গে থাকার পরে তিনজন একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একসঙ্গে সুখে জীবনযাপন করেছে তারা। সম্পর্ককে সামাজিকভাবে স্বীকৃতি দিতে ৩ জানুয়ারিতে বিয়ে হয় তাদের তিন জনের। এমন একটি বিয়ে গোপনেও করেনি তারা। পারিবারিকভাবে এই আয়োজনে প্রায় ৬শ লোক দাওয়াত করেছে বলেও জানা গেছে। সূত্রঃ কালের কন্ঠ।