fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ৯ বছরের ছাত্রকে মোবাইল চুরির অপবাদ দিয়ে বেধড়ক পিটুনি, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

৯ বছরের ছাত্রকে মোবাইল চুরির অপবাদ দিয়ে বেধড়ক পিটুনি, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

৯ বছর বয়সী মেরাজুল ইসলাম এক মাদ্রসা ছাত্রকে মোবাইল চুরির অপবাদ দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠেছে। সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিনপাড়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসার মোহতামিম এরশাদকে আটক করেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে। আহত ছাত্র সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপাপ্ত  কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শনিবার দুপুরের দিকে মাদ্রসার মোহতামিম এরশাদ তার কক্ষে মোবাইল ফোন রেখে গোসল করতে যায়। ফিরে এসে মোবাইল না পেয়ে মাদ্রাসার ছাত্র মেরাজুল ইসলামকে সন্দেহ করে তাকে ঘরে আটকে রেখে বাঁশের কুঞ্চি দিয়ে হাত পা ও পিঠে বেধরক মারপিট করে।

সংবাদ পেয়ে ওই ছাত্রের স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় সাখাওয়াত এইচ মেমরিয়াল হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত ছাত্রের মা রবিবার দুপুরে বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরই বিকেলে ওই মাদ্রাসার মোহতামিম এরশাদকে গ্রেফতার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments