fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যসাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে টিআরইউ’র স্মারকলিপি

সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে টিআরইউ’র স্মারকলিপি

ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক মিলন, তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল রানা সাঈদ, সদস্য এস এম মুক্তাদিরুজ্জামান রাসেলসহ অন্যান্যরা ৷

এসময় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, মামলার আসামিরা জামিন না নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানো ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

স্বারকলিপি প্রদানকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের স্বারকলিপিটি দ্রুত প্রেরণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিটি স্বরাষ্ট্রমন্ত্রী বরারবে প্রদান ছাড়াও সরকারের বেশকয়টি দপ্তরে প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লিটু, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলকের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments