fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবরিশালবরিশাল সিটিবাইক আরোহী তরুণ-তরুণীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

বাইক আরোহী তরুণ-তরুণীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে বাইক (মোটরসাইকেল) আরোহী এক তরুণ ও এক তরুণীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রবিবার বেলা ১২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নগরীর রূপাতলীর আনিকা ড্রিম হাউসের স্বত্বাধিকারী আনিকা তাহসিন কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে আনিকা জানান, রবিবার দুপুরে নগরীর রূপাতলী হাউজিংয়ের বাসা থেকে বের হয়ে বাংলাবাজার যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল নিজের ও বোনের ছেলে। হাউজিংয়ের রাস্তা দিয়ে হেটে মূল সড়কে ওঠার আগেই অজ্ঞাতনামা এক তরুণ এবং এক তরুণী মোটরসাইকেলে তাদের অতিক্রম করছিলো। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা এক নারী তার (অনিকা) মেয়ের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে তিনটি ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, নগদ টাকাসহ জরুরী কিছু কাগজপত্র ছিল।

তিনি বলেন, ‘বাইক চালিয়ে ছিনতাই হয় এটা পুরনো ঘটনা। তবে মেয়েরা ছিনতাইয়ে সম্পৃক্ত থাকতে পারে তা কখনও চিন্তা করেননি। বরিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ভুক্তভোগী এক নারী তার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সূত্রঃ বা/প্রতিদিন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments