fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িচট্টগ্রামনোয়াখালীকাদের মির্জার হুমকি, সব তথ্য ফাঁস করবেন ওবায়দুল কাদেরের

কাদের মির্জার হুমকি, সব তথ্য ফাঁস করবেন ওবায়দুল কাদেরের

ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদের, নোয়াখালীর এমপি একরাম, ফেনীর অপরাজনীতির হোতা নিজাম হাজারী এমপির নির্দেশে এখানকার অস্ত্রধারী সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে।

এমপি একরাম, নিজাম দুদকের আসামি। ৩০ লাখ টাকা কে কোথায় দিয়েছেন, সব খবর আমাদের কাছে আছে। কয়দিন চাপাইয়া রাখবেন, রাখতে পারবেন না। জনগণ সোচ্চার, জনগণ সব জানে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন করে আপনার (ওবায়দুল কাদের) সব তথ্য ফাঁস করে দেব। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমার কর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ করেন। এগুলো আপনার কারসাজি।’

মঙ্গলবার রাত ১০টায় পৌরসভার নিজ কার্যালয়ে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

ফেসবুক লাইভের ২৮ মিনিট ২০ সেকেন্ডের বক্তব্যে কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদের, নোয়াখালীর এমপি একরাম, ফেনীর অপরাজনীতির হোতা নিজাম হাজারী এমপির নির্দেশে এখানকার অস্ত্রধারী সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। নোয়াখালীর ডিসি, এসপি, এএসপি, ডিবির ওসি, পিবিআইর ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, ওসি, এসিল্যান্ড সবাই একই স্টাইলে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।’

বসুরহাট পৌরসভার আলোচিত এ মেয়র বলেন, ‘পুলিশ আমার পৌরসভায় লোকজনকে উঠতে দেয় না। গত দুই মাস পৌরসভায় দুই লাখ টাকাও ইনকাম হয়নি। অথচ ত্রাণসহ আমার খরচ হয়েছে ৫৫ লাখ টাকা। পুলিশের কারণে কোনো মানুষ উঠতে পারে না। কথায় কথায় পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমার পৌরসভার ক্যাম্পাস থেকে পুলিশ কীভাবে মানুষকে নেয়। এ সাহস তাদের কে দিয়েছে।’

রমজানের কারণে চুপ আছেন জানিয়ে কাদের মির্জা বলেন, ‘এখন করোনা বা রমজানের কারণে আমরা চুপ আছি। এভাবে নির্যাতন সহ্য করে কত দিন চুপ থাকব। ওবায়দুল কাদের সাহেব, এগুলো বন্ধ করেন। এগুলো আপনার কারসাজি। এমপি একরাম, নিজাম দুদকের আসামি। ৩০ লাখ টাকা কে কোথায় দিয়েছেন, সব খবর আমাদের কাছে আছে। কয়দিন চাপাইয়া রাখবেন, রাখতে পারবেন না। জনগণ সোচ্চার, জনগণ সব জানে।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশে করে কাদের মির্জা বলেন, ‘আপনার মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তার আমেরিকায়, সিঙ্গাপুরে বাড়ি আছে। এগুলোর সব তথ্য আমার কাছে আছে। মুখ বন্ধ করতে পারবেন না। আপনি ওবায়দুল কাদের আমার মৃত্যু নিশ্চিত করতে পারবেন না, যতক্ষণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments