চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার জোরারগঞ্জ থানার পশ্চিম অলিনগর গ্রামের মহাজনপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত নূর বানু (৪০) ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। মান্নান ও নূর বানুর সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জোরারগঞ্জ থানার এসআই আবেদ আলী জানান, দীর্ঘদিন ধরে বেকার মান্নানের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হত। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া বাঁধে। মান্নান তখন কোদাল দিয়ে নূর বানুকে আঘাত করে। তাতে ঘটনাস্থলেই মারা যান নূর বানু। এই ঘটনা ঘটিয়ে মান্নান বাড়ি ছেড়ে পালালেও পরে শুভপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, নূর বানুর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।