দেশে লকডাউন চলাকালীন মাস, গত এপ্রিলে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০৭ জন।
একই সময়ে রেল পথে আটটি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন দুই জন।
রোববার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
এ প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮২ জন পথচারী, ১৩৪ জন চালক, ১১০ জন পরিবহন শ্রমিক, ৩৩ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ২৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫২ জন নারী, ৪৭ জন শিশু এবং ৪ জন রাজনৈতিক দলের নেতাকর্মী। এর মধ্যে ১১২ জন চালক, ৮২ জন পথচারী, ৩৮ জন নারী, ২৬ জন শিক্ষার্থী, ৩৬ জন পরিবহন শ্রমিক, ৪২ জন শিশু, ২ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৪ জন শিক্ষক নিহত হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বোচ্চ ২২১টি দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান, ১৪৪টি দুর্ঘটনায় মোটরসাইকেল, ৫৫টিতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টিতে নসিমন ও করিমন, ৫২টিতে সিএনজিচালিত অটোরিকশা, ৩০টিতে প্রাইভেট কার ও ২০টি দুর্ঘটনায় বাস জড়িত ছিল।
সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ৮ এপ্রিল। এ দিন ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৩ জন আহত হন।
সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ১৪ এপ্রিল। এদিন ৬টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৬ জন আহত হন।