fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধশীর্ষ চাঁদাবাজ মুরগী রিপন সহযোগীসহ গ্রেফতার

শীর্ষ চাঁদাবাজ মুরগী রিপন সহযোগীসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মুরগী রিপন (৩৪) নামে এক শীর্ষ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব।

সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় থেকে সোমবার (৩ মে) তাকে গ্রেফতার করা হয়। এসময় মো. শিপন ব্যাপারী (২৮) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করে র‍্যাব। এছাড়াও তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ থেকে পাঠানো আজ মঙ্গলবার রাত ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মুরগী রিপন অত্র এলাকার শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান এবং তার সহযোগী মো. শিপন ব্যাপারী।

তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ফুটপাতের দোকানদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতি দোকান হতে দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা এবং বড় দোকান প্রতি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments