fbpx
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
বাড়িঅন্যান্যসানি লিওন নতুন আঙ্গিকের পর্ন ছবি করছেন, রুপালি পর্দায়!

সানি লিওন নতুন আঙ্গিকের পর্ন ছবি করছেন, রুপালি পর্দায়!

বলিউডে এখন সানিকে এক নামে চেনেন প্রায় সকলেই। অভিনয় করছেন, করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা হয়েছেন। এক সময়ের পর্ন তারকা, অতীত পেশা ছেড়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন বেশ পরিশ্রম করে। এখন তাঁর ভক্তের সংখ্যাও অনেক। শিরোনাম দেখে অনেক ভক্তই হয়ত ঘাবড়াতে পারেন, সানি কি আবার সেই অতীত জগতে! না, এবার ভক্তদের আশ্বস্ত করছি।

‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজে সে সব দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে তা হলো, পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডার মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে কীভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কীভাবে তা থেকে বেরিয়ে বলিউডে জায়গা করে নিলেন?

সানির সেই ওয়েব সিরিজের শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এখনও নিজের অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা ভাবলে শিউরে ওঠেন। সে সব দিনের অভিনয়ও তাঁর কাছে যন্ত্রণার। এ প্রসঙ্গে সানি সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘‘আমার জীবনের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে। সেগুলোতে ফিরে যাওয়া, অভিনয়েই হোক না কেন, আমার জন্য খুব সহজ কাজ নয়। আমি যেগুলো পেরিয়ে এসেছি, সে সব আমার কাছে এখন দুঃস্বপ্নের মতো। মা মারা গেলেন, বাবার ক্যান্সার ছিল, কিছুদিনের মধ্যে বাবাও চলে গেলেন। বিয়ে করলাম। টিভি শো শুরু করলাম। সে সব দিন খুব দ্রুত কেটে গিয়েছিল। এমন অনেক স্মৃতি রয়েছে, সে সব আর ফিরে দেখতে চাই না।’’

সানি জানিয়েছেন, ওয়েব সিরিজে জীবনের সে সব পর্বের অভিনয়ের সময় ভেঙে পড়েছিলেন তিনি। তাকে সামলাতে এগিয়ে গিয়েছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। কিন্তু ড্যানির পক্ষে সানির সে সব দিনের স্মৃতি ঠিক করে দেওয়া সম্ভব ছিল না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments