ব্রাজিলের রিও ডি জেনিরোতে মাদক পাচারকারী সন্ত্রাসী গ্যাং এর সাথে পুলিশের বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ।
গোলাগুলিতে নিহত ইন্সপেক্টর আন্দ্রে লিওনার্দোর মৃত্যুতে শোক জানিয়েছে রিও পুলিশ। খবর বিবিসির।
পুলিশ জানায়, রিও ডি জেনিরোর জাকারেজিনহো এলাকার বস্তিতে, মাদক চোরাচালানীরা গ্যাংয়ে শিশুদের অন্তর্ভূক্ত করছে, এমন সংবাদের ভিত্তিতে একটি বস্তিতে অভিযানে নামে তারা।
এরপরই বস্তি যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। দুপক্ষের গোলাগুলির মাঝে পড়ে মারা যান, অন্তত ২৪ জন সাধারণ মানুষ। গুলিবিদ্ধ হয়েছেন অনেকে।
গ্যাংটি মাদক পাচার, ছিনতাই, খুন ও অপহরণের সঙ্গে জড়িত বলে জানায় স্থানীয় গণমাধ্যম।