fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধদিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লায় যাচ্ছিল ২ বাস

দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লায় যাচ্ছিল ২ বাস

রাতের আঁধারে বাস গেল থানাতে আর যাত্রীরা যে যার নিজ নিজ বাড়িতে

দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লায় যাওয়ার সময় দূরপাল্লার দুটি বাসকে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে দিনাজপুর শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ফুলবাড়ি বাসস্টান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বাস দুটিকে আটক করা হয়। সেইসঙ্গে দুই চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাস দুইটি কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুই বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী। তিনি বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি যাত্রা শুরু করছিল।

খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটকের পর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাসে থাকা যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয়। বাস দুটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

তিনি আরও বলেন, জরিমানা শেষে বাস দুটিকে পুলিশের মাধ্যমে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। বাস দুটির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে থানা থেকে ছেড়ে দেওয়া হবে। বাস আটক করা হলেও হেলপার ও চালকদের আটক করা হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments