নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে তেলসমৃদ্ধ একটি রাজ্যে বন্দুকধারীদের সিরিজ হামলায় অন্তত ৭ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার রাতভর এসব হামলার ঘটনা ঘটে। তবে হামলায় দায়ীদের এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির নিরাপত্তা বাহিনী। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতি দেশটির তেলসমৃদ্ধ ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রাণহানির ঘটনা বাড়ছেই। একদিন আগেই বৃহস্পতিবার (৭ মে) বন্দুকধারীরা নিকটস্থ আনামব্রা রাজ্যের আরেকটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। এতে দুইজন কর্মকর্তা নিহত হন। তবে স্পষ্টভাবে হামলায় দায়ীদের চিহ্নিত করতে ব্যর্থ নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।