fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাইউএস-বাংলার বিমান দুর্ঘটনার প্রামাণ্যচিত্র ন্যাশনাল জিওগ্রাফিতে প্রচার

ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার প্রামাণ্যচিত্র ন্যাশনাল জিওগ্রাফিতে প্রচার

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান বছর তিনেক আগে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়েছিল।

এই বিমান দুর্ঘটনায় ৭১ যাত্রীর মধ্যে ২৯ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন।

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে ওই দুর্ঘটনা অবলম্বনে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়েছে। এটি নির্মাণ করেছে কানাডীয় প্রামাণ্যচিত্র টেলিভিশন সিরিজ এয়ার ক্রাশ ইনভেস্টিগেশনস।

সাধারণত বিমান দুর্ঘটনা ও ফ্লাইট-সংশ্লিষ্ট বিভিন্ন বিপর্যয় এবং সংকটের বিবরণ নিয়ে এই সিরিজে এপিসোড নির্মাণ করা হয়।

এয়ার ক্রাশ ইনভেস্টিগেশনসের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেফ্লিক্স। যার প্রধান কার্যালয় কানাডার মনট্রিলে। টরোন্টো, নিউইয়র্ক সিটি, লন্ডন ও ডাবলিনেও এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে।

ইউএস-বাংলার বিমান দুর্ঘটনা ঘটেছিল ২০১৮ সালের ১২ মার্চ। ৪৩ মিনিটের এই প্রামাণ্যচিত্রে ওই বিমান দুর্ঘটনা নিয়ে নতুন করে তদন্ত ও বিশ্লেষণ করা হয়েছে।

এতে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। কম্পিউটার সিমুলেশেন, আহত ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, ককপিটের ভয়েস রেকর্ডিং ও তদন্ত কমিটির প্রতিবেদন—সবকিছুর নির্মোহ বিশ্লেষণ করা হয়েছে এতে।

নিহতের মধ্যে বিমানের পাইলট আবিদ সুলতান এবং কো-পাইলট পৃথুলা রশীদও ছিলেন।

ভিডিও প্রামাণ্যচিত্র লিঙ্কঃ https://youtu.be/Fv2c8332wBk

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments