কক্সবাজারের মহেশখালীর ছয় সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। গত বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন মহেশখালী কলেজের শিক্ষক আবু ছরওয়ার রানা।
আদালত মহেশখালী থানা-পুলিশকে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, কক্সবাজার থেকে প্রকাশিত আজকের দেশবিদেশ পত্রিকার মহেশখালী প্রতিনিধি সিরাজুল মোস্তফা, দৈনিক ইনানীর প্রতিনিধি আবু নাছের মো. হাসান, আমাদের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি গাজী আবু তাহের, সৈকত পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবাল, মেহেদী পত্রিকার প্রতিনিধি রিফাত ও সাগরদেশ পত্রিকার প্রতিনিধি আজিজ সিকদার।
মামলার বাদী মহেশখালী কলেজের শিক্ষক আবু ছরওয়ার রানা দাবি করেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করায় মামলা করেছেন তিনি। তবে সাংবাদিকেরা দাবি করছেন, তাঁরা সঠিক প্রতিবেদন করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন তাঁরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই সোমবার সন্ধ্যায় জানান, ট্রাইব্যুনাল থানা-পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে কাগজপত্র এখনো থানায় এসে পৌঁছায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত মূল ঘটনা উন্মোচন করা হবে।