fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকবাংলাদেশকে চীনের হুমকি, কোয়াডে যোগ দিলে সম্পর্কের অবনতি

বাংলাদেশকে চীনের হুমকি, কোয়াডে যোগ দিলে সম্পর্কের অবনতি

বাংলাদেশকে হুমকি দিল চীন। প্রথম চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডে অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে বলে জানিয়ে দিল বেজিং।

আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত—এই চার দেশ কৌশলগত জোট বা কোয়াড গঠন করেছে। সেই দলে বাংলাদেশকে টানার চেষ্টা চলছে বলে মনে করছে চীন। এমনিতেই এই জোটকে তাদের বিরোধী বলে মনে করে বেজিং। সেক্ষেত্রে তারা চায় না বাংলাদেশ এই জোটে যোগ দিক।

সোমবার বাংলাদেশে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘‘বাংলাদেশ কোনওভাবে কোয়াডে যোগ দিলে চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে।’’

জিমিং আরও বলেনন, ‘‘আমরা এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ চাই না।’’ চীনা রাষ্ট্রদূত আরও জানান যে, এই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ সফরে যান চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেঙ্গে। তিনিই এই বিষয়ে আপত্তির কথা শেখ হাসিনাকে জানিয়ে দেন।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর পর চিনা রাষ্ট্রদূতের এই বক্তব্যকে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের হুঁশিয়ারি বলেই মনে করছেন কূটনৈতিক মহল। কারণ, চিন মনে করে কোয়াড চীন বিরোধী কর্মকাণ্ডে জড়িত।

উন্মুক্ত এবং অবাধ সমুদ্র বাণিজ্যপথ তৈরিতে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ গঠন হয়েছে। এর সদস্যরা হল আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। ১৩ মার্চ এই জোটের প্রথম বৈঠক হয়। প্রত্যাশিত ভাবেই নাম না-করে চীনকে নিশানা করেছে এই চার শক্তিধর রাষ্ট্র। পূর্ব লাদাখে চিনের আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। কোয়াডের বাকি তিন দেশই এই বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments