fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকহামাসের বিরুদ্ধে অভিযান চলবেঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী

হামাসের বিরুদ্ধে অভিযান চলবেঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী

গত সোমবার থেকে হামাস ও ইসরায়েলি সেনা পরস্পরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। মারা যাচ্ছে শতশত মানুষ। জাতিসংঘসহ একাধিক দেশ এই যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। থামানোর আহ্বান জানিয়েছে।

এত সমালোচনার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে অভিযান চলবে।

সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ১৪৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছে ৪১ শিশু। গাজায় ইসরায়েলি সেনার হানায় শনিবারই আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইউএস অ্যাসোসিয়েট প্রেস এবং আলজজিরার ১২তলা ভবন গুঁড়িয়ে গিয়েছে। এতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের হামলায় নিহত দুই শিশু। ছবিঃ ইন্টারনেট।

কিন্তু তাতেও তার কিছুই আসে যায় না নেতানিয়াহুর বরং বলেছেন, ‘আমরা কোনো অপরাধ করিনি। যারা আমাদের আক্রমণ করে চলেছে, সব দায় তাদেরকেই নিতে হবে’।

আজ রবিবার ভোর থেকেই নতুন করে গাজায় রকেট এবং বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। হামাস নেতৃত্বের ঘাঁটিতে হামল চালানো হচ্ছে। তবে নেতানিয়াহু নিরীহ নাগরিকদের প্রাণ বাঁচানোর কথা বললেও মারা যাচ্ছে সাধারণ মানুষ।

নেতানিয়াহু বলেন, ‘এখনও অভিযান চলছে। যতদিন প্রয়োজন, ততদিন পর্যন্ত অভিযান চলবে। হামাসের মতো ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের নিশানা করছি না আমরা। বরং নিরীহ নাগরিকদের এড়িয়ে সন্ত্রাসবাদীদের ওপরই সরাসরি আঘাত হানছি’।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments