সিলেটে মাদ্রাসায় ছেলে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে এক অধ্যক্ষকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তার নাম মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন।
পুলিশ জানিয়েছে, নগরীর মেনিখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রায় রাতেই শিশু শিক্ষার্থীদের তার কক্ষে ডেকে নিতেন। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের ওপর চালাতেন যৌন নির্যাতন। দীর্ঘদিন ধরে এ ঘটনা ঘটে আসছিল। শিশুরা ভয়ে কিছু বলতো না। তবে শেষ পর্যন্ত অধ্যক্ষের সেই অপকর্মের কথা বেরিয়ে এসেছে।
শনিবার মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক। এরপর রোববার রাতে মাদ্রাসায় অভিযান চালিয়ে অধ্যক্ষ দেলওয়ারকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী প্রথমে তার অভিভাবককে বিষয়টি জানায়। এরপর আরও কয়েকজন শিশু তাদের অভিভাবকের কাছেও অভিযোগ করে।