চট্টগ্রামের পটিয়ায় র্যাব-৭ ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৫ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। সোমবার রাতে থানা পুলিশের একটি টিম নতুন বাসস্টেশন এলাকায় লবণ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতার করা হয়- ময়মনসিংহ জেলার নুরুল ইসলামের পুত্র ট্রাক চালক মাসুম মিঞা (৪০) ও একই জেলার আবদুল খালেকের পুত্র আলম হোসেন (৩০)।
একই দিন বিকেলে র্যাব-৭ এর একটি টিম পটিয়া বাইপাসে পৃথক অভিযান চালিয়ে আরো ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতার করা হয় নগরীর বাকলিয়া থানাধীন আলমগীরের পুত্র নুরুল আমিন (২৪) ও পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মৃত আহমদুল হকের পুত্র আবুল কাসেম (২০)। থানায় পৃথক দু’টি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক হয়ে সম্প্রতি ইয়াবার ছোট বড় চালান পাচার বেড়েছে। প্রায় প্রতিদিন ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় নানা কৌশলে পাচার হচ্ছে। পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভিন্ন অভিয়ান চালিয়ে ইয়াবা উদ্ধার ও অভিযোগকারীদের মামলা দিলেও ইয়াবা ব্যবসা বন্ধ হয়নি।
সোমবার রাতে লবণ বোঝাই একটি ট্রাকে করে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালান। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, পৃথক ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় দু’টি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযান অব্যাহত রাখা হবে।