fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানীসংক্রমণ বেড়ে যাওয়া সীমান্তবর্তী জেলাকে ‘আইসোলেটেড' করা হবে

সংক্রমণ বেড়ে যাওয়া সীমান্তবর্তী জেলাকে ‘আইসোলেটেড’ করা হবে

দেশের যেসব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে ‘আইসোলেটেড’ করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে কঠোর লকডাউনও দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে মেডিকেল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকার আওতায়া আনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসা কর্মী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এদিন সিনোফার্মের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী অনন্য সালাম সমতা। দ্বিতীয় টিকা গ্রহণ করেন শাহিন আহমেদ এবং নিয়ামুল হক। তারা দুজনই একই প্রতিষ্ঠান ও বর্ষের শিক্ষার্থী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments