fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধআচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত

অপেশাদার কথোপকথনের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন- রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী খোরপোষ ভাতাপ্রাপ্য হবেন।

সম্প্রতি পুলিশের এলিটফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) একযোগে ৪৮ জন পুলিশ সুপারকে পদায়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেকর্ড ফাঁস হয়। যেখানে অপেশাদার কথোপকথন হয়েছে। অভিযোগ রয়েছে ওই কথোপকথনে জড়িত দু’জন কর্মকর্তা হলেন- রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক এবং রাজশাহী মহানগর পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments