আগের ওভারে হাসারাঙ্গাকে তুলে নেন মিরাজ। পরের ওভারে (৩৫তম) এসে মোস্তাফিজও পেলেন আরেকটি উইকেটের দেখা। তাঁর বলে মিড অফে মাহমুদউল্লাহকে ক্যাচ দেন আসেন বান্দারা। ১৫ রান করে আউট হন তিনি। ৩৪.৪ ওভারে ৮ উইকেটে ১১৬ রান তুলে ধুঁকছে শ্রীলঙ্কা। বাংলাদেশের জয় এখন শুধুই সময়ের ব্যাপার।