পাবনা সদর উপজেলায় মো. সাগর (২৫) নামের এক মুদিব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে একদল সন্ত্রাসী। গত ১৯ মে রাত ৯টার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ৫ দিনেও মামলা রেকর্ডভুক্ত না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে অভিযোগ তুলে নিতে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে বাদী। ফলে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ মে মালিগাছার শংকরপুর মোড়স্থ দোকান থেকে ফেরার পথে মো: জনি মল্লিকের নেতৃত্বে মো. রাজু মল্লিক, মো. আল কবির রকি, আজিজুল, ইয়াসিন, সিরাজসহ একদল সন্ত্রাসী সাগরের পথরোধ করে। সাগরের বুকে আগ্নেয়াস্ত্র ধরে জোরপূর্বক নির্জন স্থান শ্রীকৃষ্ণপুরে নিয়ে গিয়ে চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা দোকানের এক লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সাগরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাগরের মা মোছা: মমতাজ বেগম বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও মামলা রেকর্ডভুক্ত করা হয়নি বলে অভিযোগ করে বাদী জানান, সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় থানা থেকে অভিযোগ তুলে নিতে বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন বলে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।