fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধফেনীর অগ্নিদগ্ধ রাফির লাইফ সাপোর্টে রেখেই অস্ত্রোপচার

ফেনীর অগ্নিদগ্ধ রাফির লাইফ সাপোর্টে রেখেই অস্ত্রোপচার

ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর অস্ত্রোপচার হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার এই অস্ত্রোপচার হয়। আগুনে ক্ষতিগ্রস্ত মেয়েটির ফুসফুসকে স‌ক্রিয় করতে এই অস্ত্রোপচার করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন চি‌কিৎস‌কেরা। তাঁরা বলছেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার হয়েছে।

অস্ত্রোপচার শে‌ষে দুপু‌রের দি‌কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জের প‌রিচালক ব্রি‌গে‌ডিয়ার না‌সিরউদ্দীন এবং বার্ন ও প্লা‌স্টিক সার্জা‌রির বিভাগীয় প্রধান আবুল কালাম সাংবা‌দিক‌দের স‌ঙ্গে কথা ব‌লেন। মেয়েটিকে লাইফ সাপোর্টে রেখেই অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি।

তিনি আরো বলেন, অগ্নিদগ্ধ ছাত্রীর শরী‌রে বেশ কিছু জ‌টিলতা দেখা দি‌য়ে‌ছে। রক্ত ও ফুসফুসে সংক্রমণ ছাড়াও তাঁর কিড‌নি‌তে কিছুটা সমস্যা দেখা দি‌য়ে‌ছে। মেয়েটিকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা কর‌ছেন তাঁরা। সিঙ্গাপুর জেনা‌রেল হাসপাতাল জা‌নি‌য়ে‌ছে, রো‌গীর এখন যে অবস্থা, তাতে এই মুহূ‌র্তে দেশের বাইরে চিকিৎসার জন্য নি‌য়ে যাওয়া যা‌বে না।

পরিচালক আরও ব‌লেন, ‘আমরা সব সময় প্রত্যাশা ক‌রি রো‌গী ফি‌রে আস‌বে। এ ক্ষে‌ত্রেও একই প্রত্যাশা ক‌রি। ‌এ রো‌গীর ক্ষে‌ত্রে বেশ কিছু জ‌টিলতা র‌য়ে‌ছে। ত‌বে অনেক কিছুই সম্ভব হয়, সৃ‌ষ্টিকর্তা সহায় থাক‌লে।’ তি‌নি দেশবাসী‌কে এই ছাত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন।

বার্ন ও প্লা‌স্টিক সার্জা‌রি ইউনিটের বিভাগীয় প্রধান আবুল কালাম ব‌লেন, ফুসফুস‌কে স‌ক্রিয়তা দি‌তে যে অস্ত্রোপচার‌টি করা হ‌য়ে‌ছে, সে‌টি গতকালই করার কথা ছিল। কিন্তু রো‌গীর অবস্থা খারাপ হওয়ায় তাঁরা আর অস্ত্রোপচা‌রে যান‌নি। আজ রো‌গী কিছুটা ভালো। সিঙ্গাপু‌রের চি‌কিৎসক‌দের পরাম‌র্শে তাঁরা অস্ত্রোপচার‌টি ক‌রে‌ছেন। তিন‌ি জানান, পূর্ব‌নির্ধা‌রিত এক‌টি কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে সিঙ্গাপুর জেনা‌রেল হাসপাতা‌লের চি‌কিৎসক‌দের ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে ১৪ এপ্রিল। তাঁরা এসে রো‌গী দেখ‌বেন। তা ছাড়া সার্বক্ষ‌ণিক যোগা‌যোগ র‌য়ে‌ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments