চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের লকডাউনের আজ দ্বিতীয় দিন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২১২ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে বলে স্বাস্থ্যবিভাগ জানিয়েছে।
লকডাউনে আজও দূরপাল্লার কোন বাস বা কোন ট্রেন ছেড়ে যায়নি। আভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী ট্রাক বা যানবাহন চলাচল করছে।
স্বাস্থ্যবিধি মেনে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরে ওষুধ, মুদিখানা দোকান ছাড়া বিভিন্ন বিপনী-বিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকালে জেলার অন্যজায়গা থেকে মানুষজন পায়ে হেটে চাঁপাইনবাবগঞ্জে আসলে ভোগান্তিতে পড়ে।
লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ ১২টি মোবাইল টিম মাঠে তৎপরতা চালাচ্ছে। এছাড়া, শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।