রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সজিব খাঁন (৩০) নামে ওই কর্মকর্তার বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
বুধবার (২৬ মে) সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে। সজিব খাঁন পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর নতুনহাট এলাকার মৃত জুনায়েদ খাঁনের ছেলে। তিনি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এনারগোসপেক মন্তাজ কোম্পানির মানব সম্পদ কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার (২৫ মে) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম মঙ্গলবার রাতে জানান, সজিব হোসেনের মাধ্যমে চাকরি প্রত্যাশী অনেক বেকার যুবক প্রতারিত হন।
তারা রূপপুর পারমাণবিক প্রকল্পে নিয়োজিত সেনা সদস্যদের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের সত্যতা পাওয়ায় সেনা সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।