fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাসিলেটে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

সিলেটে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের আওতাধীন রাদগাঁও নামক স্থানে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আতিক মিয়া (১৮)। সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে।

জানা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেসের ট্রেনের ছাদে উঠেন কিশোর আতিক মিয়া।

পথিমধ্যে ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনের আওতাধীন রাদগাঁও নামক স্থানে পৌঁছালে ওই কিশোর পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ বলেন, টিকিট ছাড়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে ওঠে ওই কিশোর। এ সময় হঠাৎ ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে কাটা পড়ে মারা যায়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments