fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনসুস্মিতা সেনের কাছে প্রতারিত হবার অনুভূতি 'শীতল তেতো'

সুস্মিতা সেনের কাছে প্রতারিত হবার অনুভূতি ‘শীতল তেতো’

আমার মনে হয় যে আমাকে ব্যবহার করা হয়েছে। প্রতারিত হওয়ার ‘শীতল তেতো’ অনুভূতি আমার জানা আছে। এগুলোর কিছুই আমাকে ছেড়ে যায়নি।’

আপনারা মাঝেমধ্যেই আমার হাসিমুখের ছবির নিচে জিজ্ঞাসা করেন, আমার কি মন খারাপের দিন আসে না? আমি কি সব সময় ইতিবাচক থাকি? এর উত্তর খুবই সহজ। অবশ্যই না। আমি ৪৫টি বসন্ত দেখেছি। এখনো আমি প্রতিনিয়ত ভুল করি। বড় বড় ভুল সিদ্ধান্ত নিই।

ইনস্টাগ্রামের এ পোস্ট বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের। বলিউড থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন যেন! কিন্তু ওয়েব সিরিজ দিয়ে ভক্তদের কাছে ফিরে এলেন দুর্দান্তভাবে।

১৯৯৪ সালের মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠার পর রুপালি পর্দার জগতেই হেঁটেছেন সুস্মিতা। ‘বিবি নাম্বার ওয়ান’ ছবির রুপালি, ‘ফিলহাল’-এর সারোগেট মাদার, ‘চিংগারি’ ছবির যৌনকর্মী কিংবা ‘ম্যায় হু না’র আকর্ষণীয় অধ্যাপক আর হালের ‘আরিয়া’ সিরিজের আরিয়া শারিন। সুস্মিতা নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

কিন্তু ভক্তদের খুবই জানার ইচ্ছা। এই অভিনেত্রীর কি কখনো মন খারাপ হয়? তিনি কি ভুল করেন? এরই উত্তর জানাতে এ পোস্ট দিলেন এই তারকা। জানালেন, ৪৫-এ দাঁড়িয়েও তিনি একের পর এক ভুল করে বসেন।

একটা মানুষ কখনোই একই রকম ভালো বা ইতিবাচক থাকেন না। ভালো থাকা আর মন্দ থাকা মিলেই একটা মানুষের জীবন, জানান সুস্মিতা সেন। আরিয়া ওয়েব সিরিজের জন্য সম্প্রতি ফিল্মফেয়ার ওটিটির সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলেছেন সুস্মিতা।

তিনি জানান, অন্ধকার সময়টি তিনি সামনের দিনের আলোর দিকে তাকিয়ে পার করেন। সেই কথাই জানান ইনস্টাগ্রামের ওই পোস্টের শেষ দুই বাক্যে, ‘যত কঠিন সময়ই আসুক না কেন, আমি জানি এটা পার হয়ে যাবে। আমি প্রচণ্ডভাবে কর্মফলে বিশ্বাসী। আমি জানি, যিনি যা করেন, তিনি তার ফল কোনো না কোনোভাবে পাবেনই।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments