বগুড়ার শিবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় শরিফুল ইসলাম (৩২) নামের এক যুবক পুলিশের পেতে রাখা ফাঁদে ধরা পড়ে শ্রীঘরে গেছেন।
বৃহস্পতিবার (২৭ মে) রাতে শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার শরিফুল ইসলাম শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের চক ঝিনাহার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম নিজের নাম বাছেদ ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুড়াহার গ্রামের ব্যবসায়ী নুর ইসলামকে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় ১৮ হাজার টাকা টাকা নেন।
এরপর তার কাছে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শরিফুল। বিষয়টি নুর ইসলাম শিবগঞ্জ থানায় জানালে পুলিশ তাকে ধরতে ফাঁদ পাতে। পরে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও একটি মানবাধিকার সংগঠনের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রাতে ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।